চাঁচল

পোল্ট্রি ফার্ম নিয়ে আপত্তি!

 

জনবসতি পূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম। দুর্গন্ধে টেকা দায়। বার বার আপত্তি জানানোর পরেও ফার্ম মালিক কর্ণপাত না করায় অবশেষে প্রশাসনের দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা।

    ঘটনাটি মালদার চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দক্ষিণপাড়া এলাকার। জানা যায়,
গ্রামের জনবসতির মধ্যেই গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। সেই
ফার্ম নিয়ে বার বার আপত্তি জানিয়েছেন এলাকার মানুষজন। ফার্ম থেকে বের হওয়া দুর্গন্ধে কার্যত নাভিশ্বাস ছুটেছে স্থানীয় মানুষদের। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন তারা। খামার মালিককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হলেও হুমকির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের বলে অভিযোগ। আর সেই কারণে সমস্যার সুরাহার দাবী জানিয়ে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার গৃহবধূরা।